আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম, Chapter: 82, আল ইনফিতার (ফেটে যাওয়া) - Aajan.com

Go Back
Book Id: 10030

আল কুরআন: বাংলা অনুবাদ, আবদুস শহীদ নাসিম

Chapter: 82, আল ইনফিতার (ফেটে যাওয়া)



মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা : ১৯, রুকু সংখ্যা: ০১

এই সূরার আলোচ্যসূচি

আয়াতআলোচ্য বিষয়
০১-০৫কিয়ামতের দৃশ্য।
০৬-১২মানুষকে তার মহান স্রষ্টার ব্যাপারে কিসে প্রতারিত করছে। মানুষের কৃতকর্ম রেকর্ড করার জন্যে ফেরেশতা নিযুক্ত করা আছে।
১৩-১৯পুণ্যবানরা থাকবে মহা অনুগ্রহরাজির মধ্যে। পাপিষ্ঠরা থাকবে জাহান্নামে। সেদিনকার নিরংকুশ কর্তৃত্ব থাকবে আল্লাহর হাতে।
82-1 : যখন ফেটে যাবে আকাশ,
82-2 : যখন বিক্ষিপ্ত হয়ে খসে পড়বে নক্ষত্ররাজি,
82-3 : যখন ফাটিয়ে ফেলা হবে সমুদ্রগুলো,
82-4 : এবং যখন খুলে দেয়া হবে কবরগুলো,
82-5 : তখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে, সে কী পাঠিয়েছে সামনের জন্যে, আর কী রেখে এসেছে পেছনে?
82-6 : হে মানুষ! কোন্ জিনিস তোমাকে ধোকায় ফেলে রেখেছে তোমার মহান প্রভুর ব্যাপারে?
82-7 : যিনি সৃষ্টি করেছেন তোমাকে, পূর্ণাংগভাবে সাজিয়েছেন, অতপর গড়ে তুলেছেন সুষম করে?
82-8 : এবং যে সুরত - আকৃতিতে চেয়েছেন গঠন করেছেন তোমাকে।
82-9 : না, কখনো নয়, বরং তোমরা শেষ বিচার ও প্রতিদানকেই (শাস্তি আর পুরস্কারকেই) অস্বীকার করছো।
82-10 : জেনে রাখো, অবশ্যি তোমাদের উপর নিযুক্ত রয়েছে পরিদর্শক।
82-11 : তারা হলো মর্যাদাবান নিবন্ধনকারী (recorder)।
82-12 : তারা জানে তোমরা যা - ই করো।
82-13 : নিশ্চয়ই সৎ - সত্যপন্থী লোকেরা (সেদিন) থাকবে ভোগ - বিলাসে।
82-14 : আর সীমালংঘনকারী - পাপিষ্ঠরা থাকবে জাহিমে।
82-15 : তারা প্রবেশ করবে তাতে প্রতিদান দিবসে।
82-16 : সেখান থেকে গর - হাজির থাকার কোনো সুযোগ তাদের থাকবে না।
82-17 : তুমি কিভাবে জানবে, প্রতিদান দিবস কী?
82-18 : আবার বলছি তুমি কিভাবে জানবে, প্রতিদান দিবস কী?
82-19 : এটা সেই দিন, যেদিন কোনো ব্যক্তির অপর ব্যক্তির জন্যে কিছু করার কোনো ক্ষমতা থাকবেনা। সেদিন সমস্ত কর্তৃত্ব থাকবে একমাত্র আল্লাহর হাতে।