আল কুরআন: বাংলা অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশন, Chapter: 96, আল আলাক - Aajan.com

Go Back
Book Id: 10040

আল কুরআন: বাংলা অনুবাদ, ইসলামিক ফাউন্ডেশন

Chapter: 96, আল আলাক

96-1 : পাঠ কর তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করিয়াছেন -
96-2 : সৃষ্টি করিয়াছেন মানুষকে ‘আলাক’ হইতে।
96-3 : পাঠ কর, আর তোমার প্রতিপালক মহামহিমান্বিত,
96-4 : যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়াছেন -
96-5 : শিক্ষা দিয়াছেন মানুষকে, যাহা সে জানিত না।
96-6 : বস্তুত মানুষ তো সীমালংঘন করিয়াই থাকে,
96-7 : কারণ সে নিজকে অভাবমুক্ত মনে করে।
96-8 : তোমার প্রতিপালকের নিকট প্রত্যাবর্তন সুনিশ্চিত।
96-9 : তুমি কি উহাকে দেখিয়াছ, যে বাধা দেয়,
96-10 : এক বান্দাকে - যখন সে সালাত আদায় করে?
96-11 : তুমি লক্ষ্য করিয়াছ কি, যদি সে সৎপথে থাকে
96-12 : অথবা তাক্ওয়ার নির্দেশ দেয়,
96-13 : তুমি লক্ষ্য করিয়াছ কি, যদি সে মিথ্যা আরোপ করে ও মুখ ফিরাইয়া নেয়,
96-14 : তবে সে কি জানে না যে, আল্লাহ্‌ দেখেন ?
96-15 : সাবধান, সে যদি বিরত না হয় তবে আমি তাহাকে অবশ্যই হেঁচড়াইয়া লইয়া যাইব, মস্তকের সম্মুখভাগের কেশগুচ্ছ ধরিয়া -
96-16 : মিথ্যাচারী, পাপিষ্ঠের কেশগুচ্ছ।
96-17 : অতএব সে তাহার পার্শ্বচরদেরকে আহ্বান করুক!
96-18 : আমিও আহ্বান করিব জাহান্নামের প্রহরীদেরকে।
96-19 : সাবধান ! তুমি উহার অনুসরণ করিও না এবং সিজ্‌দা কর ও আমার নিকটবর্তী হও।